নিজস্ব প্রতিবেদক:
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিনকে দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। সংবিধানের ৬৪ অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে । এ নিয়োগের বিষয়ে আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিমের সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।
এই নিয়োগ পাওয়ার তথ্য জানার পর অ্যাডভোকেট এ এম আমিনদ্দিন তার দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতা চেয়েছেন।
রাষ্ট্রের ১৫তম অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গত ২৭ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার পদটি শূন্য হয়। এ অবস্থায় নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন এ এম আমিন উদ্দিন।