স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশের শোকাহত জাতির কলঙ্কিত ত্যাগের মাসটি আগস্ট। তাই আজও বাংলাদেশের দামাল ছেলেরা এই মাসটিকে ক্রন্দন ও বিনয়ের সাথে জাতিকে শ্রদ্ধা করতে শিখেছেন। তেমনী স্বাধীন বাংলা ভাষা-ভাষী শহীদদের স্মরণে, ১৫ আগস্ট উপলক্ষে জাতির প্রতি বিন¤্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। তরুণ প্রজন্মের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অধ্যায়নরত বিপ্লবী ও রাজপথের তুখোর নেতা মো: রাজিবুল হাসান। ছাত্র জীবন থেকে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের রূপ বুকে ধারণ করে, রাজপথে আন্দোলন সংগ্রামে বিভিন্ন প্রকার অঙ্গসংগঠনের সাথে জড়িয়ে পড়েছেন তিনি। তেমনী করে শিক্ষা জীবন “অনার্স-মাষ্টার্স”শেষ করে, আইনী বিষয়ে ও জার্নালিজম’র উপরেও উচ্চতর ডিগ্রিসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা জীবন অর্জন করতে চলেছেন তিনি।
জানাগেছে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। হত্যা কান্ডের ৩৪ বছর পর বৃহস্পতিবার এ হত্যা মামলার নিষ্পত্তি হতে যাচ্ছে। ওই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুনন্নেছা মুজিব ছাড়াও তাঁদের পরিবারের সদস্য এবং আত্মীয়-স্বজনসহ নিহত হন আরও ২৬ জন। এধরনের নৃশংস ভাবে হত্যার ঘটনা শুনে। তাঁর পরিবারসহ সকলে ঐক্য ও সংগ্রামের মধ্য দিয়ে অগ্রগামী হতে চলেছেন এখন পর্যন্ত।
দলীয় সূত্রমতে জানাগেছে, মো: রাজিবুল হাসান একজন সৎ ও নিষ্ঠাবান আদর্শের মানুষ, তিনি তরুণ প্রজন্ম হিসেবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অনেক অংশে দলের ভাবমূর্তি উজ্জল করেছেন। সমাজে সেবা মূলক কাজে মানুষের কল্যাণের জন্য সর্ব সময়ে এগিয়ে চলেছেন। এধরনের তরুণ প্রজন্মের উজ্জল নক্ষত্র যুবক সমাজরাই দেশকে এগিয়ে নিতে পারবেন। আরও জানাগেছে, তিনি ছাত্র জীবনে উচ্চতর ডিগ্রি অর্জন কালে “ ঢাকা সেন্ট্রাল ল কলেজ” ছাত্র লীগের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এবং সাবেক সদস্য, ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা বলে জানাযায়।
এ বিষয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা রাজিবুল হাসান জানান, ১৫ আগস্ট বাঙালি জাতির জন্য একটি কলঙ্কিত অধ্যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-শহীদ মুক্তিযোদ্ধ ও রফিক, শফিক, সালাম ও বরকতসহ জানা অযানা তাঁদের রক্তের বিনিময়ে। আমাদের স্বাধীন বাংলার ভাষা-ভাষী অর্জন করতে পেরেছি। পৃথিবীর ইতিহাসে আমাদের স্বাধীন বাংলাদেশকে, বিশেষ করে অনেক দেশে বাঙালি জাতির সাহসীকতা উপলব্ধি করতে পেরেছেন। এজন্যই বলা হয়, “মোদের গরব মোদের আশা, অমরি বাংলা ভাষা”। তাই লক্ষ্য লক্ষ্য শহীদদের বিনিময়ে বাংলার রূপতত্তকে ফিরিয়ে পেয়েছি। তিনি বলেন, আমাদের দেশের মানুষ জাতির পিতাকে কখনোই ভুলতে পারবেনা। কারণ জাতির পিতা দেশের মানুষের কল্যাণের জন্য সর্ব সময়ে কাজ করে গেছেন বলে মূল্যবান কথা পেশ করেন তিনি।