অনলাইন ডেস্ক:
হরতালের সময় না বাড়িয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আগামী সোমবার (২৯ মার্চ) দোয়া মাহফিল ও ২ এপ্রিল দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
আজ রবিবার সন্ধ্যায় রাজধানীর পল্টনে খেলাফত মজলিস কার্যালয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের হরতাল-পরবর্তী সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম। হেফাজতের কর্মসূচিতে হামলার প্রতিবাদ জানান মহাসচিব নুরুল ইসলাম। তিনি বলেন, হামলাকারীদের খুঁজে বের করে তাদের শাস্তির আওতায় আনতে হবে। হামলায় আহতদের চিকিৎসার পাশাপাশি নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে আটককৃতদের মুক্তির দাবিও জানান তিনি।
নুরুল ইসলাম আরো বলেন, নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা ও গ্রেপ্তারদের মুক্তি- এ দাবিগুলো যদি সরকার পূরণ না করে তাহলে তারা দু’দিন পর পরবর্তী কর্মসূচি দেবেন।