বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ
বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেছেন, হিন্দু সম্প্রদায়ের সকলে এই দেশের নাগরিক। আপনারা কেউ দুর্বল নন। আপনাদের পাশে আমার বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে। যাতে করে, কোন দুষ্কৃতকারী, চক্রান্তকারী কিংবা আওয়ামী লীগের গুন্ডাবাহিনী আপনাদের দিকে চোখ তুলে তাকাতে না পারে। ছাত্র ভাইদের এনে দেওয়া নতুন স্বাধীনতাকে ক্ষুন্ন করার জন্য গুজব ছড়ানো হচ্ছে, গুজবে কান না দিয়ে দলবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।
গতকাল শনিবার (১০আগষ্ট) বিকালে পঞ্চগড়ের বোদা কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে পঞ্চগড় জেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান বক্তার ভাষনে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশনা অনুযায়ী রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ডে কমিটি গঠন করে কাজ করছি। দুষ্কৃতকারীরা কোনোভাবেই যেন অরাজকতার সৃষ্টি না করতে পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আমাদের কোনো নেতাকর্মী যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট বা অরাজকতা সৃষ্টির চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যান ফ্রন্ট পঞ্চগড় জেলার আহ্বায়ক প্রেমাশীষ রায়ের সভাপতিত্বে আয়োজিত সম্প্রীতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান কল্যান ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বিজন কান্তি সরকার।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশনা অনুযায়ী রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ডে কমিটি গঠন করে কাজ করছি। দুষ্কৃতকারীরা কোনোভাবেই যেন অরাজকতার সৃষ্টি না করতে পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আমাদের কোনো নেতাকর্মী যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট বা অরাজকতা সৃষ্টির চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যান ফ্রন্ট পঞ্চগড় জেলার আহ্বায়ক প্রেমাশীষ রায়ের সভাপতিত্বে আয়োজিত সম্প্রীতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান কল্যান ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বিজন কান্তি সরকার।
এ সময় তিনি বলেন, এ দেশে আমাদের জন্ম, আমাদের বাপ-দাদার জন্ম। আমরা এ দেশ ছেড়ে কোথাও যাব না। এ সময় সম্প্রীতি রক্ষার মাধ্যমে এক সংগে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহবান জানান।
এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বোদা ও দেবীগঞ্জ উপজেলার ২০টি ইউনিয়ন থেকে সনাতন ধর্মাবলম্বীরা এসে জড়ো হতে শুরু করেন।
সম্প্রতি সমাবেশের মাধ্যমে তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে তাদের ধরিয়ে দিতে সবাইকে উদাত্ত আহ্বান জানান বক্তারা।
Tags: হিন্দুদের