।।রাজিবুল হাসান।।
বিশিষ্ট আবৃত্তিশিল্পী, সংগঠক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের কফিনে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
শনিবার (২ এপ্রিল) বেলা ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে হাসান আরিফের কফিনে সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর নের্তৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদনে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহাম্মদ উল্লাহ জুয়েল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল আলম গাফফারী রাসেল,উপ–ক্রিড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ জসিমউদদীন মাদবর , জাতীয় পরিষদের সদস্য মনিরুজ্জামান পামেন, এ্যাডভোকেট সানিয়েল আরেফিন ও এ্যাডভোকেট মার্সেলা সুইটি হালদার সহ আরও অনেকে।
উল্লেখ্য গতকাল শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবৃত্তিশিল্পী হাসান আরিফ। করোনায় আক্রান্ত হয়ে গত ডিসেম্বর থেকে তিনি অসুস্থ ছিলেন। তারপর শরীরের উন্নতি ঘটেনি। দীর্ঘদিন যাবৎ হাসান আরিফ বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নেতৃত্বে ছিলেন। আশির দশক থেকে নিজে আবৃত্তি করেছেন এবং আবৃত্তিচর্চা ও প্রশিক্ষণে সাংগঠনিক ভাবে অসামান্য ভূমিকা পালন করেছেন।
হাসান আরিফ ১৯৬৫ সালের ৮ ডিসেম্বর কুমিল্লায় (সাহেব বাড়ি) নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তবে তার পৈর্তৃক বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত গ্রামে। তার মায়ের নাম রওশন আরা। বাবা প্রয়াত আবুল ফজল মো. মফিজুল হক।