অনলাইন ডেস্ক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকয় কাঞ্চন (৪০) নামে এক রাখালকে জবাই করে গণহত্যা করেছে দুর্বৃত্তরা। এর আগে, প্রায় ৩ মাস পুর্বে ওই রাখালকে হত্যার হুমকি দেয়া হয়েছিলো বলে অভিযোগ উঠেছে। গত শনিবার (৯ এপ্রিল) রাতের কোন সময় এ হত্যার ঘটনা ঘটে। সংবাদ পেয়ে থানা পুলিশ রবিবার সকালে তারাব পৌরসভার বরপা এলাকা থেকে কাঞ্চনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।
নিহত কাঞ্চনের দেশের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার শরামাতপুর এলাকার আব্দুল মুন্নাকের ছেলে। তিনি বরপা এলাকার শফিকুল ইসলাম আপেলর মেসার্স ভূইয়া এগ্রো এন্ড ডেইরি ফার্মে দীর্ঘ দিন ধরে রাখালের কাজ করে আসছিলেন। খামারের ভেতরেই বসবাস করতে কাঞ্চন।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক সবুজ মিয়া জানান, রবিবার সকালে তারাব পৌরসভার বরপা এলাকায় গলা কাটা এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। শনিবার রাতের যেকোন সময় কাঞ্চনকে মেসার্স ভূইয়া এগ্রো এন্ড ডেইরি ফার্মের ভেতরেই দুর্বৃত্তরা কাঞ্চনকে জবাই করে হত্যা করে ফেলে রেখে গেছে বলে ধারনা করা হচ্ছে। বরপা আড়িয়াব এলাকায় হাজার হাজার শ্রমিকের বসবাস এই এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসীদের ভয়ে সব সময় আতঙ্কিত থাকে প্রশাসনের কাছে এলাকাবাসী এবং শ্রমিকরা প্রতিকার চাচ্ছে।
লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।
এদিকে, মেসার্স ভূইয়া এগ্রো এন্ড ডেইরি ফার্মের মালিক শফিকুল ইসলাম আপেল জীবনের নিরাপত্তা চেয়ে গত ২৫ জানুয়ারী রূপগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করেন।
ওই জিডিতে শফিকুল ইসলাম আপেল অভিযোগ করে উল্লেখ করেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত ২৪ জানুয়ারী শফিকুল ইসলাম আপেলকে প্রকাশ্যে দিবালোকে হত্যার হুমকি দেয় বরপা এলাকার মৃত আলী হোসেনের ছেলে তৈয়ম আলী শিকদার, তৈয়ব আলী শিকদারের ছেলে দুলাল হোসেন, মালেকের ছেলে সোলায়মান ও সোলায়মানের ছেলে ইসতিয়াক। হুমকির এক দিন পর অভিযুক্তরা ফের ২৫ জানুয়ারী মেসার্স ভূইয়া এগ্রো এন্ড ডেইরি ফার্মে গিয়ে শফিকুল ইসলাম আপেলকে না পেয়ে ফার্মের রাখাল কাঞ্চনকে একা পেয়ে হত্যার হুমকি দেয় এবং খামারের ব্যপক ক্ষতি সাধন করা হবে বলেও হুমকি দেয়া হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে ।