সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব একে.এম শামীম ওসমানের সহধর্মীনি ও নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপির রোগমুক্তি সুস্থতা কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নেতা মোঃশিব্বির আহম্মেদ।সকলের দোয়ায় মহান আল্লাহ্ পাক রাব্বুল আল আমিন যেন সুস্থতা দান করেন।নারায়নগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নেতা মোঃ শিব্বির আহম্মেদ এর উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।শনিবার (১৭অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জের হীরঝিল ১৪নং রোড এলাকায় স্বেচ্ছাসেবকলীগের কার্যালয়ে উক্ত দোয়ার অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবকলীগের এই নেতা মোঃ শিব্বির আহম্মেদ বলেন- করোনাকালে লিপি ওসমান ব্যাপকভাবে মানবতার কল্যাণে কাজ করেছেন।তিনি মানবতার কল্যাণে যে সকল ভূমিকা রেখেছেন তা ইতিহাস হয়ে থাকবে।অসুস্থ লিপি ওসমানের ও সমগ্র ওসমান পরিবারের সকল সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের নেতা মোঃ জসিম উদ্দিন,সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের নেতা আব্দুল আল মমুন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের নেতা মোঃ কবির শেখ.চিাগাংরোড মার্কেট মালিক সমিতির নেতা গোলাম মোস্তাফা, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের নেতা মোঃ মনির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের নেতা মোঃ ওসমান,আবু সাইদ,মোঃ ইস্কদার,মোঃ খোরশেদ,মোঃ ফিরোজ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।