অনুপ সিংহ,নোয়াখালীঃ
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নোয়াখালীর সোনাইমুড়ীতে মাস্ক বিতরণ ও সচেতনতা মূলক মাইকিং করা হয়।বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অংগ্যজাই মারমা উপজেলার সোনাইমুড়ী বাজার ও জয়াগ বাজারে মাস্ক বিতরণ ও সচেতনতা মূলক মাইকিং করেছে। বাজারের বিভিন্ন ব্যবসায়ী, গাড়ী চালক ও পথচারীদের মাস্ক পরিয়ে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী প্রেসক্লাব সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক বেলাল হোছাইন ভূঁইয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ,প্রচার সম্পাদক অনুপ সিংহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যলয়ের সিএ আব্দুল মতিনসহ স্থানীয় সাংবাদিকগণ।