সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জের সুপ্রকাশ সাহিত্য সংসদের প্রকাশনা বৈশাখীর মোড়ক উন্মোচন উপলক্ষে গল্প আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
রোববার পড়ন্ত বিকালে মুক্তধারা গণগ্রস্থাগারে প্রকাশনাটির মোড়ক উন্মোচন নিয়ে গল্প আড্ডা অনুষ্ঠিত হয়।
সুপ্রকাশ সাহিত্য সংসদের প্রধান উপদেষ্টা মো. আব্দুস সামাদ মিঞার সভাপতিত্বে গল্প আড্ডায় অংশ নেন বরিশাল বিশ্ববিদ্যালয়র শিক্ষক সঞ্জয় সরকার, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ, গোপাল চরণ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আরিফুর রহমান আরিফ, সহকারি শিক্ষক নাজমুস সাকিব, অরবিন্দু কুমার মোদক, রেজাউল আলম রেজা, ছড়াকার, কবি ও সাহিত্যিক ফয়সাল সাকিদার আরিফ, হাসান রোকন, গোলাম ফারুক জয়, ফাইয়াজ ইসলাম ফাইম, কমলাকান্ত বর্মন, গোলাম মোস্তফা শিরিন, সৃষ্টি রানী, জাকির হোসেন শুভ, জি এম মাহদী প্রমূখ।
পরে মুক্তধারা গণগ্রস্থাগার প্রঙ্গণে বৈশাখীর মোড়ক উন্মাচন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপ্রকাশ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কঙ্কন সরকার।
Tags: সুন্দরগঞ্জ