অনলাইন ডেস্ক:
পিরোজপুর ভান্ডারিয়া উপজেলায় সাংবাদিক আরিফ বিল্লাহ্ ডালিমকে থানায় ডেকে নিয়ে মিথ্যা মামলায় আসামি দেখিয়ে থানার ওসি গ্রেপ্তার করেন। গতকাল (৮ জানুয়ারি) শনিবার থানা সংলগ্নে ‘জাতীয় দৈনিক বঙ্গজননী ও দৈনিক সকালের কাগজের’ সাংবাদিক আরিফ বিল্লাহ্ ডালিমের ব্যক্তিগত অফিস কক্ষ থেকে ডেকে নিয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমুর রহমান মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়।
জানাগেছে, মিথ্যা মামলার বাদী-শিল্পী আক্তার নামের ব্যক্তির থেকে মোটা অংকের ঘুষ-বাণিজ্য লুটিয়ে (ওসি) সাংবাদিকসহ একই পরিবারের তিন জনকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। এতে করে তাঁর পরিবার-পরিজন নানা প্রকার ক্ষতির সম্মূখীন হয়েছেন।
এলাকাবাসীর মতে, সুভাষ-শিল্পী আক্তার-রিনা রানীসহ আরও অজ্ঞাত ১৫/২০ জনের একটি মাদক ব্যবসায়ী একটি চক্র। বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে সাংবাদিক ডালিমের পরিবারকে নানাভাবে হয়রানির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে করে যুক্ত রয়েছেন কিছু সংখ্যাক অভিযুক্ত অসাধু পুলিশ কর্মকর্তারা।
তাঁরা আরও বলেন, এধরনের অবৈধ অর্থের বিনিময়ে নাটকীয়ভাবে মিথ্যা মামলা সাজিয়ে পুলিশ অবৈধভাবে গ্রেপ্তার করেন। যা একজন সাংবাদিক গ্রেপ্তারে, সম্পূর্ণ বিধিমালায় সংবিধান ভঙ্গ করা হয়।
এবিষয়ে ভান্ডারিয়া থানার (ওসি) মাসুমুর রহমান বলেন, ভাই আমি অভিযোগ পেয়ে মামলা নিয়ে গ্রেপ্তার করেছি। এবিষয়ে কোন প্রকার কিছু করণীয় নেই।
পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, মামলা রেকর্ড করা হলে, আমার হাতে কিছু করণীয় নেই বলে জানান তিনি।