শেরপুর প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দেশের উন্নয়নের কাজ নিয়ে গান লেখে গেয়ে বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করে যাচ্ছেন গীতিকার সুরকার শিল্পী এস আর জববার।
১৯৮৬ সালে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গৌরিপুর ইউনিয়নে হলদি বাটা গ্রামে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন শিল্পী এস আর জববার। তাঁর পিতার নাম মৃত মোহাম্মদ আবদুল কাদির, শিল্পী এস আর জব্বার ছাত্র জীবন থেকেই ছিলেন সংগীত প্রতি ভক্ত বর্তমান তিনি জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ গবেষণা করে অনেক গান লেখে গেয়ে যাচ্ছেন।এবং মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য অনেক উন্নয়ন করে যাচ্ছেন।গীতিকার সুরকার শিল্পী এস আর জব্বার মাননীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নের কাজ গুলো বিশেষ গবেষণা করে গান লেখে বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করবেন বলে মনে করেন গীতিকার সুরকার শিল্পী এস আরজব্বার।
তার লেখা গাওয়া গান গুলো হলো আল্লাহ মেহের বান,আমার বন্ধু তোমার বন্ধু বঙ্গবন্ধু।ভুলতে পারবোনা বঙ্গবন্ধু্র কন্যা কে, ভুল তে পারবোনা পদ্দা সেতুর নেএী শেখ হাসিনা বিদ্যুৎতের নেএী শেখ হাসিনা।
গীতিকার সুরকার শিল্পী এস আর জববারের মনের আশা বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর গান লিখে খেয়ে বাংলাদেশের বিশ্বের রেকর্ড করতে চান তার লেখা গাওয়া বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর গান শুনতে ইউটিউব থেকে sr jobbar1 লিখে সাবস্ক্রাইব করার জন্য সকল ভাই বন্ধুদের অনুরোধ করেছেন শিল্পী এস আর জববার।
Tags: সরকারের