নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর মাধবদীতে রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। দুইজন গুলিবিদ্ধসহ হতাহতের ঘটনায় বৃহস্পতিবার গভীর রাতে মাধবদী থানায় মামলা দুটি রেকর্ড করা হয়। এর মধ্যে সমাবেশ স্থলে হামলা ও গুলির ঘটনায় মাধবদীর পৌর মেয়র মোশারফ হোসেন মানিকসহ ১১ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন সাবেক কমিশনার গুলিবিদ্ধ মো: জাকারিয়ার ভাই মো: আনোয়ার হোসেন। এছাড়া একই ঘটনায় হামলা ও মারধরের অভিযোগ এনে মেয়র সমর্থক মোজাম্মেল মিয়া বাদী হয়ে সাবেক কমিনার আনোয়ার হোসেন, তার ভাই সাবেক কমিশনার গুলিবিদ্ধ জাকারিয়াসহ ৭ জনের নাম উল্লেখ করে অপর আরেকটি মামলা দায়ের করেন। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। এর আগে গত ১৬ জুন রাতে রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগ সমর্থকদের মাঝে হামলার ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হন মাধবদী পৌরসভার সাবেক কমিশনার ও সদর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: জাকারিয়া (৩৯) ও নূরালাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব আবুল কালাম (৩০)।