অনুপ সিংহ,নোয়াখালী:
নোয়াখালী চাটখিলে উৎসব মূখর পরিবেশে চাটখিল উপজেলা প্রেসক্লাবের কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক র্নিবাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা অডিটোরিয়াম হল রুমে এই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। প্রধান নিবার্চন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ আহম্মেদ। নির্বাচনে মিজানুর রহমান বাবর সভাপতি ও কামরুল ইসলাম কানন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এশিয়ান টিভির প্রতিনিধি মো: মাহাবুর আলম ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে উপজেলা নিবার্হী কর্মকর্তা আবু সালেহ মো: মোসা, সহকারী কমিশনার ভ্থমি মাহমুদা কুলসুম মনি , চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার্ আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা এই নির্বাচন পর্যবেক্ষন করেন।