নিজস্ব প্রতিবেদক♦♦
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে শিশুদের জীবন গড়ে তোলার আহবান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
শুক্রবার (২৯ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। তিন একটি মানবিক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। তিনি শিশুদের অত্যাধিক ভালবাসতেন বলে তার জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে গ্রহণ করা হয়েছে। তার আদর্শ ধারণ করে প্রত্যেকটি শিশুকে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার মনোভাব নিয়ে বড় হতে হবে। তার আদর্শ উজ্জীবিত হয়ে বড় হয়ে শিশুদের একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে। শেরে বাংলা এ কে ফজলুল হক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুজনেই আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। তাই শেরে বাংলা গবেষণা পরিষদ জাতির পিতার জন্মদিন সাড়ম্বরে উদযাপনের জন্য তিনি শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। সেই সাথে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ এবং তাদের সুশিক্ষায় শিক্ষিত করার উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দকে সংগঠনের পক্ষ থেকে উত্তরীয় ও ফুল দিয়ে বরণ করা হয় এবং ১ মিনিট নিরবতার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ এর সভাপতিত্বে ও সংগঠনের মহাসচিব আর কে রিপন এর পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১০ এর সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এমপি, স্টার্লিং ও লায়লা গ্রুপের চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. সাজ্জাদ হায়দার লিটন, পদ্মা হোমস্ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও রিহ্যাব এর পরিচালক সুরুজ সরদার, গ্লোবাল স্টার কমিউনিকেশনের চেয়ারম্যান ডাঃ মোশায়েদ রহমান মুন, মেহজাবীন চৌধুরী অভিনেত্রী, শেরে বাংলা পথকলি স্কুল এর উপদেষ্টা ইভান শাহারিয়ার সোহাগ, প্রফেসর গোলাম ফারুক, ব্যারিস্টার দেওয়ান মামুনুর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠন এর চেয়ারম্যান সেলিনা আক্তার শিখা। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠন এর সিনিয়র ভাইস চেয়ারম্যান মো.মঞ্জুর হোসেন ঈসা, সংগঠনের ভাইস চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক মোঃ মফিজুর রহমান খান বাবু। অনুষ্ঠানে শেরে বাংলা পথকলি স্কুলের ২০০ শিশুদের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ এর সভাপতিত্বে ও সংগঠনের মহাসচিব আর কে রিপন এর পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১০ এর সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এমপি, স্টার্লিং ও লায়লা গ্রুপের চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. সাজ্জাদ হায়দার লিটন, পদ্মা হোমস্ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও রিহ্যাব এর পরিচালক সুরুজ সরদার, গ্লোবাল স্টার কমিউনিকেশনের চেয়ারম্যান ডাঃ মোশায়েদ রহমান মুন, মেহজাবীন চৌধুরী অভিনেত্রী, শেরে বাংলা পথকলি স্কুল এর উপদেষ্টা ইভান শাহারিয়ার সোহাগ, প্রফেসর গোলাম ফারুক, ব্যারিস্টার দেওয়ান মামুনুর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠন এর চেয়ারম্যান সেলিনা আক্তার শিখা। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠন এর সিনিয়র ভাইস চেয়ারম্যান মো.মঞ্জুর হোসেন ঈসা, সংগঠনের ভাইস চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক মোঃ মফিজুর রহমান খান বাবু। অনুষ্ঠানে শেরে বাংলা পথকলি স্কুলের ২০০ শিশুদের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
Tags: শেরে