ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা, হুমকি ও কটূক্তি করার প্রতিবাদে দিনাজপুরের ঘোড়াঘাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (৪ জুন) শনিবার বিকাল সাড়ে ৩ টায় ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোড়াঘাট গাইবান্ধা মোরে একটি প্রতিবাদ সমাবেশ করে নেতা-কর্মিরা।
পরে পৌর আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা পরিষদের সাবেক সদস্য এ্যাডভোকেট রবিউল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ-সম্পাদক রবিউল ইসলাম, পৌর যুবলীগের আহবায়ক ওয়াকার আহমেদ নান্নু, মুক্তিযুদ্ধো মঞ্চ ঘোড়াঘাট উপজেলা শাখার সাধারণ-সম্পাদক রুবেল সওদাগর, সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমীকলীগ, মৎস্যজীবীলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মিরা।
বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।