শরীয়তপুর প্রতিনিধিঃ
পুকুরে গোসল করার সময় ৮ বছরের প্রতিবেশীর ছেলে টেনেহিঁচড়ে বাঁশঝাড়ে নিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে।
১০ অক্টোবর শনিবার দুপুরে এমন অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে জানা যায়, ডোমসার ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সুজন দোয়াল গ্রামের সিঙ্গাপুর প্রবাসী হারেজ সরদারের মেয়ে ফাতিমা আক্তার মিনা (৮) কে সুযোগ পেয়ে প্রতিবেশী দলিল উদ্দিন সরদারের ছেলে নাজমুল সরদার (২০) জোরপূর্বক মিনাকে টেনে হিঁচড়ে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
শিশুটির বড় চাচী মুক্তা বেগম (৩৫) বলেন, দুপুর দেড়টায় বাড়ির সামনের পুকুরে মিনা একাএকা গোসল করতেছিলো তখন বখাটে নাজমুল এ ঘটনা ঘটায়।
ভুক্তভোগী শিশুটির নানী জানান, মিনা’র চিৎকারের শব্দ শুনে বাঁশঝাঁড়ের কাছ থেকে বখাটে নাজমুল পালিয়ে যায় পরে নাতনীকে উদ্ধার করি।
চিকন্দি ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন,
অভিযুক্তের পিতা দলিল উদ্দিন সরদার সহ তার ছেলে নাজমুল সরদার পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এঘটনায় শিশু মিনা’র মা’ রিপা বেগম বাদী হয়ে পালং মডেল থানায় একটি নারী ও শিশু নির্যাতনের মামলা দায়ের করেন।
শিশু মিনা’র মা’ বলেন,আমার মেয়ের সাথে খারাপ কিছু ঘটে যেতো। এর বিচার না হলে, আবারও অন্যকারও মেয়ের সর্বনাশ করবে। আমি এই ঘটনার বিচার চাই।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, মামলাটি প্রক্রিয়াধীন আছে, অভিযুক্তকে ধরার চেষ্টা চলছে।