মহসিন রেজা, শরীয়তপুর।।
শরীয়তপুরে ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সেনেরচর ইউনিয়নে মেম্বার প্রার্থীকে ভোট না দেওয়ায় মারধরের অভিযোগ উঠেছে।
এঘটনা ঘটে ১৫ ফেব্রুয়ারী সকাল ৯টার দিকে জাজিরা উপজেলার সেনের চর ইউনিয়নের ৯নং ওয়ার্ড চরধুপুরিয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানাযায়, সেনের চর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড চর ধুপুরিয়ায় বর্তমান মেম্বার দেলোয়ার সরদারকে ভোট না দিয়ে রফিক সরদারকে ভোট দেওয়ায় রোজিনা আক্তার ও তার স্বামীকে মারধর করে সোনার চেইন ও আংটি ছিনিয়ে নেয় হামলাকারীরা।
আহত রোজিনা আক্তার বলেন, দেলোয়ার মেম্বার মুজাফফর সরদার, স্বপন সরদার, শাহ আলম খাঁ আমাদের বাড়িতে এসে গালি গালাজ করতে থাকে, এসময় আমি তাদের জিজ্ঞেস করলে তারা বলে তোরা আমাকে ভোট না দিয়ে আমার বিশ লক্ষ টাকা ক্ষতি করেছিস এই বলে আমাকে লাথি, চর থাপ্পর দিয়ে আমার শাড়ি ধরে টানাটানি করে এবং আমার ব্লাউজ ছিড়ে ফেলে, আমার গলায় থাকা চেইন হাতে থাকা আংটি খুলে নিয়ে যায়,বলে জানান রোজিনা আক্তার।
মেম্বার দেলোয়ার সরদারের মারধরে আহত সিরাজ সরদার বলেন, আমি সকালে গ্রামের দোকানে চা খাওয়ার সময় একজন এসে বললো তোর বউরে মেম্বারে মারতাছে এ কথা শুনে আমি দৌড়ে বাড়ির দিকে যাওয়ার সময় মোস্তফা সরদারের বাড়ির সামনে গেলে খবির সরদার ছালাম সরদার, মুজাফফর সরদার, মেম্বার দেলোয়ার সরদারের হুকুমে আমাকে লাঠি দিয়ে বেধরক মারধর শুরু করে, আমি আহত হয়ে পড়ে থাকলে স্থানীয় লোকজন আমাকে এবং আমার স্ত্রীকে জাজিরা হাসপাতালে নিয়ে আসেন।
গুরুতর আহত দু’জনই জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এঘটনায় জাজিরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, এঘটনায় মামলা রুজু করা হয়েছে, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।