মো. মহসিন রেজা, শরীয়তপুর।।
শরীয়তপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম তপাদারের নির্বাচনী সভায় দেয়া বক্তব্য এডিট করে ভাইরালের প্রতিবাদে সংবাদ সম্মেলন। ৩ নভেম্বর বুধবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। উল্লেখ্য, সারাদেশের ন্যায় দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলেছে শরীয়তপুরের সদর উপজেলার ১০টি ইউনিয়নে আগামী ১১ নভেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ১ নভেম্বর সোমবার রাতে ডোমসার ইউনিয়নের ভত্তাইসার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডোমসার ইউনিয়ন আওয়ামী লীগের (নৌকা) প্রতীকের প্রার্থী মিজান মোহাম্মদ খানের একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। চলমান সেই ইউপি নির্বাচনে ‘নৌকার বিপক্ষে কাউকে কোন ভোট চাওয়ার সুযোগ দেওয়া হবেনা। এমন হুঁশিয়ারি দিয়েছেন বলে শরীয়তপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম তপাদারের দেওয়া এমন একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। বক্তব্যের বিষয়টি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম তপাদার অস্বীকার করে তার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে তিনি জানান একটি কুচক্রীমহল আমার বক্তব্যের ভিডিও এডিট করে তা সামাজিক যোগাযোগ মাধ্যেমে ভাইরাল করেছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। প্রচারিত ভিডিওর বক্তব্যেটি আমার নয়। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মো. জাহাঙ্গীর মৃধা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক তালুকদার জেলা ছাত্রলীগের আহবায়ক মহসিন মাদবর, সেচ্ছাসেবকলীগ নেতা জুয়েল মাহমুদসহ জেলা উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।