মো. মহসিন রেজা,শরীয়তপুর♦♦
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট (রাষ্ট্রপতি) জিয়াউর রহমান’র ৪২তম শাহাদাত বার্ষিকী পালন করেছেন শরীয়তপুর জেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন।
আজ (৩০ মে) মঙ্গলবার সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্চাসেবকদলসহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সদর উপজেলার মনোহর বাজার বিএনপির কার্যালয়ে এসে জড়ো হন। বেলা তিনটার দিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে, অনুষ্ঠানে উপস্থিত বিএনপি’র নেতা-কর্মীরা মহান রব্বুল আলামীন আল্লাহর, দরবারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর বহমানের মাগফেরাত কামনা করেন, এবং তার পরিবারের সদস্যদের ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুর উদ্দিন অপুসহ বিএনপি’র সকল কারাবন্দী নেতা-কর্মীদের সুস্থতা ও মুক্তি কামনায় দোয়া করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি যুবদল, জেলা ছাত্রদল ও জেলা সেচ্ছাসেবকদলের নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তাকে ১৯৮১ সালের ৩০ মে কিছু বিপদগামী সেনা সদস্য ও তাদের দোসরদের লোভের কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে প্রাণ দিতে হয়েছিলো। আবারো নতুন করে জিয়া পরিবারকে নিয়ে ষড়যন্ত্র চলছে, আমরা বেঁচে থাকতে আর কোন ষড়যন্ত্র জিয়া পরিবারের সাথে ঘটতে দেবোনা।
এছাড়া তারা আরও বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিঃশর্ত মুক্তি চাই ! নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে বিএনপি কোন নির্বাচন হতে দেবেনা বলে হুশিয়ারী প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’ নেতা মোঃ মজিবর রহমান মাদবর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের আহ্বায়ক প্রার্থী মোঃ ইসহাক সরদার প্রমূখ।