লৌহজং প্রতিনিধি:
লৌহজং উপজেলার হাট নওপাড়া এলাকায় র্যাবের অভিযানে আব্দুল মান্নান মীর (৭০) নামে এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বৌলতলী ইউনিয়নের নওপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মান্নান মীর নওপাড়া গ্রামের মৃত আব্দুল ছাতু মীরের ছেলে।
র্যাব এক বিজ্ঞপ্তিতে জানায়, র্যাব-১১’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী জেলা পুলিশ সুপার প্রণব কুমারের নেতৃত্বে সঙ্গীয় র্যাব সদস্যসহ গোপন সংবাদের ভিত্তিতে লৌহজংয়ের নওপাড়ার পোষ্ট অফিসের সামনে থেকে মাদক কারবারি আব্দুল মান্নান মীরকে গ্রেফতার করা হয়।
এ সময় তার তার কাছ থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। সে দীর্ঘদিন যাবত কৌসলে মাদক কেনা-বেচা করে আসছিল। মান্নানের বিরুদ্ধে লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।#