লকডাউনে সবার মতো ঘরবন্দি জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী। তবে থেমে নেই বলে জানান তিনি। এই অবসরে তৈরি করছেন নতুন গান। এরইমধ্যে চারটি গানের কাজ শেষ করেছেন। পড়শী বলেন, এটা বলা যায় লকডাউনে আমার ব্যক্তিগত অ্যালবাম। লেখালেখি করছি। নিজের মতো কাজ করছি। এরমধ্যে গান তৈরি করেছি।
জানি না, এই অচল অবস্থা কবে শেষ হবে? এভাবে আরও কিছুদিন চললে হয়তো অ্যালবাম সংখ্যক গান তৈরি করা সম্ভব। তবে এগুলো অ্যালবাম হিসেবে নয়, সিঙ্গেল আকারে মুক্তি দেবো। এদিকে, গানচিলের ব্যানারে দুটি গান তৈরি আছে এই শিল্পীর। সঙ্গে নিজের কথা ও সুরে তৈরি করেছেন আরও একটি। যার ভিডিওটি বাকি।দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই গানগুলো ছাড়ার ইচ্ছে প্রকাশ করেন তিনি।