সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উত্তর আজিবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করা হয়েছে। উত্তর গতকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারি ) সন্ধ্যার সময় এ খেলার আয়োজন করা হয়।এ খেলায় এটিআর স্পোর্টিং ক্লাব ০ ও মায়ের দোয়া স্পোর্টিং ক্লাব ০২ পয়েন্টে চ্যাম্পিয়ন হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে জনাব হাজী মোঃ নুর উদ্দিন মিয়া, ফাইনাল খেলা উপভোগ করেন এবং সকল খেলোয়াড়দের সাথে সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মালিক পরিবহণ সমিতির নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ জহির, মোহাম্মদ গিয়াস উদ্দিন তুহিন, সাবেক ছাত্রলীগের যুগ্ন সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোঃ ফারুক হোসেন, সাংবাদিক তোফাজ্জল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ গোলজার মাহমুদ, আব্দুল মতিন সমাজসেবক, মোহাম্মদ কাইয়ুম ভঙ্গ ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মোঃ মামুন, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ ওমর, মোঃ মহিবুল ইসলাম প্রমূখ
খেলার সার্বিক সহযোগিতায় আয়োজনে মোহাম্মদ আকাশ, সাগর আকাশ, ইমন, তুষার, তরিকুল রাফসান, সিফাত, রাকিব, হারিজ,আমির হামজা, সামীর, আরিফ, ইয়াসিন, আবু সাঈদ, বাইজিদ, অরণ্য, সোহান, সৌরভ, সোহাগ, তৌসিফ, আলিফ, এশা মনি তানভীর সহযোগিতা করেন।
উপস্থিত সাংবাদিক ফারুক হোসেন বলেন, খেলাধুলায় পারে যুবসমাজকে মাদক ও সন্ত্রাস সহ সকল অন্যায় থেকে বিরত রাখতে।
এ সময় সাইলো আন্তঃজেলা ট্রাক টার্মিনালের সভাপতি মোঃ কবির বলেন, মাদক ও সন্ত্রাস মুক্ত, একটি আলোকিত সমাজ গড়তে খেলাধুলার গুরুত্বপূর্ণ অপরিসীম। শিশু-কিশোরদের লেখা পড়ার পাশাপাশি শারীরিক গঠন ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্বপূর্ণ বাড়াতে হবে।
বিশেষ অতিথি ৪,৫,৬ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম বলেন, একটি মানুষের জন্য খেলাধুলা করা শরীরের পক্ষে অনেক ভালো। এজন্য সকল শিশুদের খেলাধুলার প্রতি অনেক আগ্রহ সৃষ্টি করতে হবে। তাতে করে শিক্ষার একটি অংশে দারুণ মেধা বিকশীত হবে।