প্রকাশ সরকার সুমন♦♦
সেবা ও সদাচার ডিএমপি অঙ্গীকার এ স্লোগান কে সামনে রেখে যাত্রাবাড়ীতে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ যাত্রাবাড়ী থানার আয়োজনে আজ (১৪ মার্চ) বৃহস্পতিবার দুপুরে যাত্রাবাড়ির দয়াল ভরসা মৎস্য আড়ৎ এ সভা অনুষ্ঠিত হয়।
যাত্রাবাড়ি থানা অফিসার্স ইনচার্জ বি এম ফরমান আলি পিপিএম এর সভাপতিত্বে এবং যাত্রাবাড়ী ডিএসসিসি পাইকারি কাঁচামালের আড়ৎ মার্কেট দোকান মালিক সমবায় সমিতির সভাপতি লায়ন শ্রী দিব্যেন্দু রায় ভুলু বাবুর সার্বিক ব্যবস্থাপনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন, ডিএমপি ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন বিপিএম।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ওয়ারী বিভাগের ডেমরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদুর রহমান মনির।
এ সময় আরো বক্তব্য রাখেন, ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুম মোল্লা, ৬২ নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমেদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পাইকারি কাঁচামালের আড়ৎ দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শামীম কবির ভূঁইয়া, যাত্রাবাড়ী ব্যবসায়ী মালিক বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মমিন মোল্লা সহ অনেকে।
যাত্রাবাড়ি থানা এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, সহ সকল প্রকার অপরাধ নির্মূলে পুলিশ জনতা মিলে মিশে কাজ করে এলাকায় শান্তি-শৃংখলা বিরাজমান রাখার প্রত্যয় ব্যক্ত করে সভায় বক্তারা বক্তব্য রাখেন।