নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ যশোর জেলা শাখার উদ্যোগে রেল স্টেশন চত্বরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । গতকাল শনিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় রেলওয়ে স্টেশন যশোরে এ সভা অনুষ্ঠিত করা হয়েছে।সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, সংগঠনের সভাপতি নির্মল রন্জন গুহ , তিনি তার বক্তব্যে সংগঠনকে ঢেলে সাজানোর কথা বলেন । সংগঠনের নেতাকর্মীদের করোনা কালের মত সব সময় মানুষের পাশে থেকে কাজ করার আহ্বান জানান । প্রধান বক্তা হিসাবে উপস্হিত ছিলেন, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু , তিনি বলেন আজ বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ২৫৫৩ ডলার , মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দূর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ , এই বিশাল উন্নয়নে ইর্ষান্বিত হয়ে বি এন পি – জামাত কঠিন ষড়যন্ত্রে লিপ্ত ।আসুন আমরা সকলে মিলে এই কুলাংগারদের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখি এবং এদেরকে বাংলার মাটি থেকে উৎখাত করি । আরও উপস্হিত ছিলেন সহ- সভাপতি – শামীম শাহারিয়ার ,নির্মল চ্যাটার্জি , আব্দুল অলিম ব্যাপারী , সালেহ মো: টুটুল ও কৃষিবীদ আব্দুস সলাম , যুগ্ন সম্পাদক – মোবাশ্বের চৌধুরী , সাংগঠনিক সম্পাদক – আরিফুর রহমান টিটু ও শাহ জালাল মুকুল , আইন বিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান টিপু , ধর্ম বিষয়ক সম্পাদক – সাইফুর রহমান সিন্টু , যশোর জেলার সভাপতি – আসাদুজ্জামান মিঠু , সাধারণ সম্পাদক – নূরে আলম সিদ্দিকী মিলন প্রমূখ।