শোক সংবাদ♦♦
শুক্রবার ১৯ এপ্রিল সকাল ১০.২০ মিনিটের সময় মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন (ইন্না লিল্লাহি….. রাজিউন)। ঘশেষ সময়ে তিনি সিলেটের নর্থ ইস্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এই সমাজসেবক গুনী মহিলা কুলাউড়ার নারী শিক্ষা প্রসারে আলোকোজ্জ্বল ভূমিকা পালন করেছেন। তিনি কুলাউড়া বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহ প্রধান শিক্ষক ছিলেন। তিনি কুলাউড়া উপজেলা মহিলা দলের আহ্বায়িকা ছিলেন। তিনি কুলাউড়ার মহিলা জনগোষ্ঠীর অভিভাবক ছিলেন। তাঁর ইন্তেকালে কুলাউড়ায় শোকের ছায়া নেমে আসে।
মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি এড আবেদ রাজা তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ, আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, মরহুমার স্বামী আশরাফ আলী চৌধুরী কুলাউড়া উপজেলা জাগদলের সদস্য ছিলেন। বর্তমানে তিনি কুলাউড়া উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদের জৈষ্ঠ্য সদস্য।
Tags: মৌলভীবাজার