মো: সেলিম আহমেদ,সিদ্ধিরগঞ্জ:
মুক্তিযোদ্ধারা বাঙালী জাতির সর্বকালের সর্ব শ্রেষ্ঠ সন্তান । ১৯৭১ সালের মহান স্বাধীনতার যুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধারা সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে ছিল, তাদের আত্মত্যাগে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।
আজ (৫ মার্চ) শনিবার বাদ আছর নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আনোয়ার ইসলামের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মননা স্মারক (ক্রেস্ট) প্রদান ও আলোচনা সভায় অনুষ্ঠানের সভাপতি ১নং ওয়ার্ড কাউন্সিলর এ বক্তব্য তুলে ধরেন ।
মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের স্মৃতিচারন করে নতুন প্রজন্মের নিকট স্বাধীনতার ইতিহাস তুলে ধরেন। অনুষ্ঠানের শুরুতে সকল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য দোয়া করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা দোয়া করা হয়।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন।
এসময় বীর মুক্তিযোদ্ধা মোঃ সমসের আলী,বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ,বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান,বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক,বীর মুক্তিযোদ্ধা জমিলা খাতুন ,বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান সহ নাসিক ১নং ওয়ার্ড এর ২০ জন বীর মুক্তিযোদ্ধাদের ফুলের শুভেচ্ছা জানিয়ে স্বাধীনতা সম্মননা স্মারক (ক্রেস্ট) ও উপহার সামগ্রী প্রদান করেন ১নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব আনোয়ার ইসলাম।
মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয় মিলানায়তন আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর ও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ এ সময় উপস্থিত ছিলেন।