কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
“স্বাধীন বাংলাদেশে ৭৫ পরবর্তী সময়ে ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫ তম শুভ জন্মদিন উপলক্ষে কেক কেটেছেন ঢাকা জেলা জাতীয় শ্রমিকলীগ। আজ ২৮ সেপটেম্বর মঙ্গলবার হাসনাবাদ হাউজিং এ ঢাকা জেলা জাতীয় শ্রমিক লীগের কার্যালয় ঢাকা জেলা জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক দ্বাদন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি মোঃ বাসের উদ্দীন। ১০ পাউন্ড কেক কেটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন উদযাপন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা জাতীয় শ্রমিকলীগ এর সিনিয়র সহ সভাপতি মোঃ ফজলুর রহমান,সহ সভাপতি সাব্বির আলম শিমুল, সহ সভাপতি রিয়াজ উদ্দিন বখ্স লিটন, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন নয়ন, আইন বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন। আরো উপস্থিত ছিলেন মোঃ রিপন, মজিবুর রহমান, আনোয়ার হোসেন, রাকিব, রানা,কবিরসহ প্রমুখ। এছাড়া দক্ষিণ কেরানীগঞ্জ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন । অনুষ্ঠানের শেষে মোনাজাতের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।