মো. মহসিন রেজা, শরীয়তপুর।।
শরীয়তপুর জেলার সদর উপজেলার চর মধ্যপাড়া গ্রামে বৃদ্ধা মা’কে ভাত না দিয়ে মায়ের জমি দখল ও তার চতুর্থ ছেলে দেলোয়ারকে মারধরের অভিযোগ উঠেছে বড় ছেলে আনোয়ার ও তার স্ত্রী মাকসুদা বেগম মাশুর বিরুদ্ধে।
দীর্ঘ দিন যাবত এভাবেই চলছে মা লাল বানুর বেগমের জীবন।
এঘটনা ঘটে ১৬ ফেব্রুয়ারী বুধবার দুপুরে মনোবাজারের টিন ব্যাবসায়ী রব মোল্লার দোকানের পাশের চিপা গলিতে।
স্থানীয় সূত্রে জানাযায় লাল বানু বেগম (৭৫) স্বামী মৃত সোহরাব সরদার ৬ ছেলে ২ মেয়ে মোট ৮ সন্তানের জননী হলেও ছয় ছেলের কোনো ছেলের কাছেই ভাত নেই মায়ের জন্য। দিন কাটে তার মেয়েদের বাসায়।
মা লাল বানুর মনোহর বাজারে প্রায় দুই কোটি টাকার সম্পদ দখল করে আছেন তার বড় ছেলে আনোয়ার সরদার। যদিও মা’কে ভরনপোষণের বিষয়ে কথা বলতে গিয়ে আনোয়ার সরদারের স্ত্রী মাকসুদা বেগম মাশু বেগমের কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়েছেন লাল বানুর প্রবাসী ছেলে দেলোয়ার সরদার।
মা লাল বানু বেগমের অভিযোগ তার ছয় ছেলের মধ্যে কোনো ছেলেই তার সেরকম কোনো খোঁজ খবর রাখেননা, দু-একজনে কোনোরকমে খোঁজ খবর রাখতে চেষ্টা করলেও তাদের বাঁধা দেন বড় ছেলে আনোয়ার সরদার।
তিনি আরো জানান তার ছেলে দেলোয়ার হোসেন সরদার তাকে কে কিভাবে ভরনপোষণ করবে সে বিষয়ে বড় ছেলের সাথে মনোহর বাজারের রব মোল্লার দোকানে বসে আলোচনার কথা থাকলেও তার আগেই আনোয়ার হোসেন সরদারের মেয়ের ঘরের নাতি রিফাত হোসেন দেলোয়ার সরদারকে পেছন থেকে ছুড়ি ঢুকিয়ে দিয়ে আঘাত করলে দেলোয়ার দৌড়ে রাস্তায় এসে পড়ে গেলে স্থানীয়দের সহযোগিতায় তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন, দেলোয়ারের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা প্রেরণ করেন। আহত দেলোয়ার সরদার ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এঘটনায় পালং মডেল থানায় ৮ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন দেলোয়ার সরদারের স্ত্রী সেলিনা বেগম।
এবিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন বলেন, এঘটনায় মামলা রুজু হয়েছে, আসামী একজন গ্রেপ্তার করেছি বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।