মট্স ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যক্ষ ও মট্স এর পরিচালক জেমস্ গোমেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ওএমআই, ঢাকা মহাধর্মপ্রদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. ফা. লিন্টু ফ্রান্সিস ডি কস্তা, নির্বাহী পরিচালক, সেন্ট জন ভিয়ানী হাসপাতাল, ইঞ্জি, উৎপল কে দাস, ব্যবস্থাপনা পরিচালকসহ শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবক। মি. সৌরভ শামুয়েল পিউরীফিকেশন, প্রধান প্রশিক্ষক, প্রশিক্ষণ ও শিক্ষা, মি. মামুনুর রশীদ, প্রধান প্রশিক্ষক, সিএসটি, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা। এছাড়াও শিক্ষার্থী ও অভিভাবকের পক্ষ থেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, নবীন শিক্ষার্থীদের অনুপ্রেরণা এবং দেশ ও জাতীর সেবার মাধ্যমে উন্নতজীবন গড়তে শাণিত করবে। এই দিনটিকে সুন্দর এবং অর্থবহ করে তুলতে স্বপ্নচারী শিক্ষার্থী ও তাদের সম্মানিত অভিভাবকবৃন্দকে আন্তরিক অভিনন্দনসহ মক্স ক্যাম্পাসে স্বাগত জানান।