নিজস্ব প্রতিবেদক♦♦
ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) এর উদ্যোগে ১৬ মে, বৃহস্পতিবার সকাল ১১টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ভিআইপি (ছোট হলরুম) লাউঞ্জে মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) সভাপতি স্বপন কুমার সাহার সভাপতিত্বে ও মহাসচিব হামিদা খাতুন সেলির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান বাংলাদেশের স্বাধীনতার অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খান মজলিস।
তিনি বলেন, পাকিস্তানী শাসকের সঙ্গে ২৩ বছর রাজপথে মওলানা ভাসানী লড়াই করেন এবং সে বার বার পাকিস্তানী শাসকগোষ্ঠী তাকে কারারুদ্ধ করেন। তাই তাকে স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা হিসেবে তাকে সংবিধানে অন্তর্ভূক্ত করার জন্য জনগণের দাবি।
সভাপতির বক্তব্যে স্বপন কুমার সাহা বলেন, মওলানা ভাসানী সকল সময়ে কৃষক শ্রমিক মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন কাজ করেছেন। ঐতিহাসিক ফারাক্কা লংমার্চই ছিল মওলানা ভাসানীর সর্বশেষ রাজনীতির কর্মসূচি। তিনি ১৯৭৬ সালের ১৭ নভেম্বর সন্ধ্যা ৭.৪৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মওলানা ভাসানী আমাদের আদর্শ। তিনি গণতন্ত্র ও প্রগতি এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করেছেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমজীবী-কর্মজীবী-পেশাজীবী ঐক্যজোট এর আহ্বায়ক আলহাজ্ব এম এ ইউসুফ, কৃষক শ্রমিক পার্টি (কেএসপি) সভাপতি মোঃ সিরাজুল হক, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মোঃ মহিউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ জাসদ এর যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, রাজনীতিবিদ কমরেড আসাদ, গ্রীন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান, বাংলাদেশ জনতা সাংস্কৃতিক পরিষদের সভাপতি শেখ বাদশাউদ্দিন মিন্টু প্রমুখ।