মো. মহসিন রেজা,শরীয়তপুর।।
সারাদেশে ব্যাটারী চালিত ইজিবাইক, ভ্যান,রিক্সা বন্ধে হাইকোর্টের রায় পুনঃবিবেচনা করে গাড়ি চালানোর দাবিতে চালকরা সমাবেশ করেছেন।
শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ব্যাটারী চালিত ইজিবাইক, ভ্যান,রিক্সা চালকরা উপজেলা চত্বরে ১লা জানুয়ারী শনিবার এই সমাবেশের আয়োজ করেন।
জাতীয় শ্রমিক লীগের ডামুড্যা উপজেলা শাখার সভাপতি আবুল কালাম চৌকিদারের সভাপতিত্বে, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় শ্রমিক লীগের সেক্রেটারী আলমগীর হোসেন হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. ইউসুফ মাঝী, সহ-সভাপতি ইসহাক শিকদার কানু, যুগ্ম সাধারণ সম্পাদক মো.সাইদ মৃধা।
ডামুড্যা উপজেলা ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো.মজিবর বেপারীর সঞ্চালিত অনুষ্ঠানে উপস্থিত বক্তারা দাবি করে বলেন, মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছেন তাতে আমাদের লাখ লাখ শ্রমিক বেকার হয়ে যাবে তাতে চুরি ছিনতাই বেড়ে যেতে পারে, তাই আমাদের দাবি হাইকোর্টের রায় পুনঃ বিবেচনার মাধ্যেমে আমাদের চালকরা যেনো ব্যাটারী চালিত গাড়িগুলো চালাতে পারে সে ব্যাবস্থা করে দিবেন। তানাহলে আমাদের শ্রমিকদের কর্মসংস্থানের ব্যাবস্থা করুন অথবা এই গাড়িগুলো নিয়ে সরকার আমাদের টাকা ফেরত দিন।
এছাড়া বক্তারা আরো বলেন, প্রত্যেকটি ব্যাটারী চালিত গাড়ি শুধু গাড়ি নয় প্রত্যেকটি গাড়ি পাঁচজনের একটা পরিবার তাই আমরা যাতে আমাদের পরিবার নিয়ে মোটা চালের ভাত মোটা কাপড় পরিধান করে বেঁচে থাকতে পারি সে ব্যাবস্থার সরকারের কাছে জোর দাবি করেন বক্তারা।
বক্তারা আরো জানান এতে কাজ না হলে আমরা ব্যাটারী চালিত গাড়ি বন্ধের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবো।
এসময় ডামুড্যা উপজেলা চত্বরে শতশত ব্যাটারী চালিত গাড়ি নিয়ে চালকরা উপস্থিত হন।