বোদা (পঞ্চগড়) প্রতিনিধি♦♦
পঞ্চগড়ের বোদায় ৫ হাজার মানুষের কণ্ঠে হয় গীতা পাঠ। দেশের সুখ-সমৃদ্ধি কামনা করেন হাজারো হিন্দু সম্প্রদায়ের মানুষজন।
গত শুক্রবার (৩১ মে) সকালে বোদা উপজেলার শ্রী শ্রী গোবিন্দ জিঁউ মন্দির প্রাঙ্গণে মন্দির কমিটির সহায়তায় বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি পঞ্চগড় জেলা শাখার আয়োজনে সনাতন ধর্মের ৫ হাজার নারী-পুরুষ ভক্তরা ধর্মগুরুর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এক সাথে পবিত্র গীতা পাঠ করেন।
বাংলাদেশ গীতা পাঠ সংগঠনের সভাপতি ধর্ম গুরু প্রফুল্ল চন্দ্র রায় ও বদেশ্বরী মন্দির পরিচালনা কমিটির সভাপতি নীতীশ কুমার বক্সী মুকুল এই গীতা পাঠ করান।
শ্রীমদ্ভগবদগীতা পাঠ পরিচালনা কমিটির আহŸায়ক ও বোদা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র বর্মণের সভাপতিত্বে শ্রীমদ্ভগবদ গীতা পাঠ উপলক্ষ্যে এক ধর্মসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি।
প্রধান অতিথি ফারুক আলম টবি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বৈচিত্র্যের শান্তিপূর্ণ দেশের ঐক্যের প্রেরণা নিশ্চিত করে। এই অনুষ্ঠান বাংলাদেশের বৈচিত্র্যময় সৌন্দর্যকে আরও শক্তিশালী করেছে। এই চেতনাকে ধারণ করেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে।
আয়োজকরা জানান, বাংলাদেশের সমৃদ্ধি এবং যুদ্ধমুক্ত বিশ্ব শান্তি কামনায় এবং বৈদিক সনাতনী পরম্পরা জাগরণে পবিত্র শ্রীমদ্ভগবদগীতা পাঠ এর আয়োজন করা হয়। অনুষ্ঠানের সহযোগীতার জন্য সরকারের কাছে কৃতজ্ঞতা জানান তারা।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানান, হিন্দুদের কাছে সবচেয়ে পবিত্র ও পৌরাণিক ধর্মগ্রš’ হলো গীতা। এই গীতাকেই শ্রীমদ্ভগবত গীতা হিসেবেও চেনেন। গীতা পাঠ ও শ্রবণে একজন মানুষের গোটা জীবনই বদলে যেতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন, নব নির্বাচিত দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবু মদন মোহন রায়, শ্রীমদ্ভগবদ গীতা পাঠ পরিচালনা কমিটির সদস্য কিশোর কুমার দত্ত, বীর মুক্তিযোদ্ধা জীবধন বর্মন, পাঁচপীর ইউপি চেয়ারম্যান অজয় কুমার রায় ও বোদা সদর ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ (শিষা), উদয় কুমার ঘোষ, কল্যাণ কুমার ঘোষ, বিমল চন্দ্র সেন, জিতেন চন্দ্র বর্মন প্রমুখ।