রকিবুজ্জামান,মাদারীপুর◊◊
মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী সমিতিরহাট আবা খালেদ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মেজর(অব:) রেজাউল করিম।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় ভবন হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা, প্রিজাইটিং অফিসার স্বপ্না আক্তার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শামসুল হক ও ইউপি সদস্য মো. আপাং কাজী প্রমুখ।
উল্লেখ্য ওই নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করলেও তিনি নয় ভোটের মধ্যে আট ভোট পেয়ে বিজয় অর্জন করেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শামসুল হক জানান, স্কুল পরিচালনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যের ৪ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিতরা হলেন সোহেল তালুকদার, করিম মৃধা, টিপু খান ও সিরাজুল ইসলাম বেপারী।
এছাড়া দাতা সদস্য হয়েছেন মুরাদ সরদার, শিক্ষক প্রতিনিধি মজিবর রহমান, সমিরন মজুমদার ও বিউটি দাস এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হয়েছেন স্বপ্না বেগম।
নবনির্বাচিত সভাপতি মেজর (অব:)রেজাউল করিম বলেন, বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে আমি কাজ করবো।