শরীয়তপুর প্রতিনিধিঃ
হাজারো স্বপ্ন বুকে নিয়ে ১৪ বছর আগে মধ্যপ্রাচ্যের দেশ বাইরাইনে পাড়ি জমিয়েছিলেন শরীয়তপুরের জাজিরা পৌরসভার দক্ষিণ ডুবলদিয়া কাজী কান্দী গ্রামের মৃত মজিবর মাদবরের বড় ছেলে সুজন মাদবর। সুজন বাহরাইনের মানামা শহরে বসবাস করতেন থাকতেন ১৬ মে (শনিবার) ঈদের ছুটি পেয়ে বন্ধুদের সাথে বাহরাইনের জাল্লাক বিচ ঘুরতে যায় ঘোরাঘুরি শেষে রাতে রাজধানী মানামায় ফিরছিলেন সুজন ও তার বন্ধুরা, ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান সুজন মাদবর। সুজন মাদবর শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার জাজিরা পৌরসভার দক্ষিণ ডুবলদিয়া কাজী কান্দী মৃত মজিবর মাদবরের ছেলে। ১৪ বছর আগে পাড়ি জমিয়েছিলেন বাহরাইনে আগামী কোরবানির ঈদে দেশে আসার কথা ছিলো সুজন মাদবরের, সুজন মাদবর দুই ভাই তিন বোনের মধ্যে বড় ছিলো তাই সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি ছিলেন সুজন। পরিবারের লোকজন সুজনের মারা যাওয়ার খবর পেয়ে শোকের মাতম চলছে তার বাড়িতে, সুজনের মৃত্যুর খবরে ডুবলদিয়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। আত্মীয়-স্বজন, প্রতিবেশীরা ছুটে এসেছেন সুজনের পরিবারকে সমবেদনা জানাতে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। বাহরাইন থেকে নিহত সুজন মাদবরের মরদেহ দেশে নিয়ে আসার প্রক্রিয়া চলছে বলে জানান তার স্বজনেরা।