♦প্রকাশ সরকার সুমন♦
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতি ঢাকা জেলার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৫ আগষ্ট) সোমবার দুপুরে শাহজাহানপুর সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো: মোতাহার হোসেন খানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মো: মনিরুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ভাস্কর দেবনাথ বাপ্পি। এ সময়ে আরও বক্তব্য রাখেন সংগঠনের অন্যান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি ঢাকা জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জিবিত হয়ে শোককে শক্তিতে রুপান্তরিত করতে হবে। বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ অনুসরন করেই ভূমি সেবায় সকলকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। বক্তব্য শেষে জাতির পিতা সহ ১৯৭৫ সালের ১৫ আগষ্টে শাহাদাৎ বরনকারী সকল শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ ও তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতের পর অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়।