শরীয়তপুর প্রতিনিধি◊◊
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের বর্নাঢ্য আয়োজন করা হয়।
রবিবার (২৭ অক্টোবর) বেলা ১০টার দিকে জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সীর নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল বের হয়ে কোর্ট এলাকা শিল্পকলা হয়ে পৌরসভা অডিটোরিয়ামের এসে মুল অনুষ্ঠানে মিলিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত ও পরে কেক কেটে অনুষ্ঠানের শুরু করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন কালু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি শাহ্ আব্দুস ছালাম, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী, বিএনপি নেতা, মৃধা নজরুল ইসলাম, সদর উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আকতার হোসেন মাঝী, সদর পৌরসভা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ইদ্রিস মোল্লা, শরীয়তপুর সরকারী কলেজের সাবেক ভিপি নাজমুল হক বাদল, সাবেক ছাত্রদল নেত্রী ইলোরা হাওলাদার, যুবদল নেতা কামাল হোসেন ঢালী, নাসির উদ্দীন ঢালী, মহসিন হাওলাদার, জয়নাল হাওলাদার, আবুল কালাম মোল্লা, মান্নান মাদবর প্রমূখ।
জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্লা সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন কালু, জেলা বিএনপির সহ-সভাপতি শাহ আব্দুস ছালাম, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সরদার একেএম নাসির উদ্দীন কালু বলেন, গত ১৭ বছর মানুষ স্বৈরশাসকের পেটোয়া হেলমেট বাহিনীর গুম খুন নির্যাতনে অতিষ্ঠ হয়ে পড়েছিল, ছাত্র-জনতার গণ অভ্যুথানে শেখ হাসিনা তার খুনি চোরদের নিয়ে পালিয়ে গেছে, আজ বাংলাদেশের মানুষ শান্তি পেয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি ক্ষমতায় এলে এই স্বৈরাচারের কঠোর বিচার করা হবে, এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।