মো: জামিল হোসেন,নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় সাত ভাইকে ঠকিয়ে অযৌক্তিক ভাবে প্রভাব খাটিয়ে চারতলা ভবনের ১৬ টি ফ্লাট এর মধ্যে ১২ টি ফ্ল্যাটের ভাড়া একাই ভোগ দখল করছেন শ্রী দিলীপ পাল। শ্রী দিলীপ পাল এর ভাই স্মৃতি পাল জানান তারা ৮ ভাই সম্মিলিত ভাবে একত্রে সমহারে টাকা দিয়ে বিগত ৩০/৩/২০০২ সালে গঙ্গাকুল মৌজা আস্থা ৪৭৬পয়েন্ট জায়গা সাফ কবলা দলিল মূলে ক্রয় করেন । যাহার দলিল নাম্বার ১১১৬/৩০/৩/২০০২।এরপর তারা ৮ভাই এর সম্মিলিত টাকায় একটি চারতলা ভবন নির্মাণ করেন উক্ত ভবনটিতে ১৬ ফ্লাট রয়েছে। দিলীপ পাল সহ চার ভাই চারটি ফ্লাটে বসবাস করেন ।বাকি ৪ ভাই গ্রামের বাড়িতে থাকেন। ফ্ল্যাটগুলো ভাড়া দিয়েছেন ভবনটির চারটি ফ্লাট বাদে ।বাকি সকল ফ্লাট গুলি ভাড়া দেওয়া হয়েছে। উক্ত ফ্ল্যাটের ভাড়া টাকা দিলীপ পাল একাই ভোগ দখল করছেন ।এক পর্যায়ে সাত ভাই দিলীপ পাল এর নিকট ভাড়ার হিসেব চাইলে তিনি হিসেব না দিয়ে প্রভাব খাটিয়ে পুরো বাড়িটি তার একা বলে দাবি করেন । সাত ভাই মিলে ২৬/৫/২০১৬ সালে একটি বন্টনের মামলা দায়ের করেন ।অতঃপর জানা জায় দানের ঘোষণাপত্র দলিল দিলীপ পাল এর নামে করা হয়েছে যাহার নং ৩৮৭০/২৭,৬ ,২০১৬। মামলা চলাকালীন সময়ে দিলীপ পাল জায়গা টি তাহার স্ত্রীর নামে লিখে দেন। দলিল নাম্বার ৬৫৭২/১৩,১১,২০১৬। এই বিষয় নিয়ে নারায়ণগঞ্জ বিজ্ঞ যুগ্ন জজ আদালতে মোকাদ্দমা চলছে ।জাহার নাম্বার ১৫০/১৬ সিআর মোকাদ্দমা নং ২৩৪/১৭। এবং বিজ্ঞ সহকারি কমিশনার (ভূমি )আদালতে নামজারি বাতিলের জন্য মিস কেস চলছে। মোকাদ্দমা নং ২৪৫/১৬। স্মৃতি পাল জানান উক্ত সম্পত্তি বিক্রয় করার জন্য পায়তারা চালাচ্ছে দিলীপ পাল ও তার স্ত্রী মায়া রানী।