অনলাইন ডেস্ক।।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ সোমবার (৮ আগস্ট) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সকাল ৮টা থেকে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ৫১,৫১/এ পুরানা পল্টন (৯ম তলা) ঢাকায় পবিত্র কোরআন খতম, সকাল ১১টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ‘বঙ্গমাতা, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বেগম শামসুন্নাহার ভূইয়া এমপি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে দেশবরেণ্য কবি-সাহিত্যিক, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচনা সভায় অংশগ্রহণ করবেন।
আলোচনা শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম তালুকদার সংগঠনের নেতাকর্মী ও সংশ্লিষ্টদের যথা সময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যে অনুরোধ করেছেন।
Tags: বঙ্গমাতার