আজ রবিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আধুনিক বাংলাদেশের রূপকার, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্বে অনন্য উচ্চতায় বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ শেখ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডাঃ শরফুদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম এবং একমাত্র নারী ভিপি, শিক্ষাবিদ, নারীনেত্রী, সমাজসেবী, মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মাহফুজা খানম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. জেবউন্নেসা, বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক ড. লিয়াকত হোসেন মোড়ল প্রমুখ। আলোচনায় অংশনিয়ে ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছেন আর তার সুযোগ্য কন্যা আধুনিক বাংলাদেশের রূপকার। তিনি বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করেছেন, ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তবতা। বিশ্বের ৩৫তম অর্থনৈতিক শক্তিধর রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। এটা মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য ও গতিশীল নেতৃত্বের মাধ্যমেই সম্ভব হয়েছে। শেখ হাসিনার জন্য বাঙালি জাতি ধন্য। তার নেতৃত্বে অদম্য ও দুর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। শেখ হাসিনা সরকারের সফলতা অনেক। তিনি জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলা করে বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তর করেছেন এবং মুক্তিযুদ্ধের চেতনার ধারায় বাংলাদেশকে এগিয়ে নিয়েছেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে বিজয়ী করে শেখ হাসিনার নেতৃত্বে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি। আজ প্রমাণিত হয়েছে শেখ হাসিনা একজন দক্ষ রাজনীতিবিদই নন, লড়াই, সংগ্রাম, উন্নয়ন, প্রগতি, সমৃদ্ধির নাম শেখ হাসিনা।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বাঙালি জাতির ভাগ্য বিধাতা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি নারীর ক্ষমতায়ন এবং নারী-পুরুষ নির্বিশেষে দেশ গঠনে অবদান রাখার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। তিনি সম্প্রতি জাতিসংঘে দেওয়া ভাষণে বলেছেন, জাতিসংঘের মহাসচিব পদে একজন নারী নেতৃত্ব আনা প্রয়োজন। শেখ হাসিনা সুদীর্ঘকাল নেতৃত্বে থাকুক এবং সুস্থ ও দীর্ঘায়ু জীবন কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য অজিত কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রেহান সোবাহান, বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুস সালাম পিপি, সাংগঠনিক সম্পাদক খন্দকার নজরুল ইসলাম, প্রচার সম্পাদক ডাঃ সাহেদ ইমরান, অর্থ সম্পাদক জালাল উদ্দিন তুহিন, পরিবেশ ও বন সম্পাদক নেছার আহাম্মদ মিঞা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী খবির উদ্দিন, সহ-প্রচার সম্পাদক এইচ এম মেহেদী হাসান, নির্বাহী সদস্য অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, নিজাম ইবনে হোসেন, আবু জাফর মহিউদ্দিন, সুজাত আলী জাকারিয়া, নাহিদ নূর আলো, আনন্দ কুমার সেন, বঙ্গবন্ধু পরিষদ ঢাকা মহানগরের সভাপতি মোঃ আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রুবেল প্রমুখ। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক ভার্চ্যুয়ালী অংশ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। দেশ ও জাতির কল্যাণ কামনায় এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব ড. সৈয়দ মোঃ এমদাদউদ্দিন।