শনিবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে ডেমোক্রেটিক পার্টি ও ১০ দলীয় গণতান্ত্রিক জোট বাংলাদেশ-এর চেয়ারম্যান এস এম আশিক বিল্লাহ এবং ন্যাশনাল আওয়ামী পার্টির (ভাসানী) সভাপতি ও ১০ দলীয় জোটের কো-চেয়ারম্যান স্বপন কুমার সাহা এই নিন্দা জানান।
বিবৃতিতে তারা বলেন, জায়নবাদী ইসরাইল বাহিনী যেভাবে ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় বর্বরোচিত হামলা চালিয়েছে তা নজিরবিহীন। ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর এভাবে অব্যাহত হামলা চালিয়ে বর্তমান ইসরায়েলি সরকার মধ্যপ্রাচ্যের নব্য সন্ত্রাসবাদী হিসেবে আবির্ভূত হয়েছে।
১০ দলীয় জোটের নেতারা আরো বলেন, ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের যুক্তিহীন পক্ষপাতিত্ব এই যুদ্ধ আরো দীর্ঘায়িত করছে। মূলত মার্কিন সাম্রাজ্যবাদের মদদেই বিশ্বের সংখ্যাগরিষ্ঠ দেশের মতামত উপেক্ষা করে ফিলিস্তিনের জনগণের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে স্তব্ধ করে দিতে চাইছে। জোটের নেতারা বিবৃতিতে অবিলম্বে ফিলিস্তিনে হামলা বন্ধ করে ক্ষতিগ্রস্তদের মানবিক সাহায্য দেওয়ার জন্য জাতিসংঘসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা আরো বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ফিলিস্তিনের জনগণ পূর্ণ সমর্থন দিয়েছিল। আজ বর্তমান সরকারের উচিত এই হামলার আনুষ্ঠানিকভাবে নিন্দা করা এবং ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করা।