মো.মহসিন রেজা,শরীয়তপুর◊◊
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি, চাল-ডাল, জ্বালানী তেল, গ্যাস-বিদ্যুতসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর মূল্য বৃদ্ধি, দুর্নীতি-দুঃশাসন, গুম-খুন ও বিচার বহির্ভূত হত্যাকান্ডের প্রতিবাদে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে আগামী ১২ নভেম্বর ফরিদপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে। গতকাল (৩১ অক্টোবর) সোমবার শরীয়তপুরে জেলা বিএনপি ও সহযোগী অংঙ্গ সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে শরীয়তপুর সদর পৌরসভার ধানুককায় অবস্থিত সাবেক সংসদ সদস্য সরদার একেএম নাসির উদ্দীন কালু’র বাস ভবন রাণী মহলে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর উত্তম ব্যারিষ্টার শাহজাহান ওমর।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এড. মজিবুর রহমান সরোয়ার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক ও সেলিমুজ্জামান সেলিম। উক্ত প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা বিএনপি’র সভাপতি সফিকুর রহমান কিরণ, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ সরদার একেএম নাসির উদ্দীন কালু। প্রস্তুতিসভায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, কৃষকদলসহ সকল স্তরের নেতাকর্মী।