সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন মাহমুদপুর এলাকার ব্যাংক কলোনী মসজিদ রোড তোবারক মিয়ার বাড়ির নিচ তলায় অভিযান পরিচালনা করে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গত ২ জুলাই রাত ১.১৫ ঘটিকার সময় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ২ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ১২ হাজার ১শত ৬০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর হল আশরাফুল আলম ওরফে রকি (৩৩) নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। র্যাব-১১ এর সমাট্ট তালুকদার এ এস পি জানান , গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলা ও ঢাকার আশপাশের এলাকায় অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয় ও সরবরাহ করে আসছিল। সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।