রাজিবুল হাসান,দোহার থেকে।।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সদ্য প্রয়াত সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ’র সমাধিতে শ্রদ্ধাঞ্জলি ও শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত করা হয়। আজ (১৫ জুলাই) শুক্রবার মধ্যাহ্নে তাঁর নিজগ্রামস্থ বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ধর্মীয় রীতি অনুযায়ী সু-সম্পন্ন হয়। আগত অতিথিদের অন্নভোজ শেষে তাঁর সমাধিতে বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ এর বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. মৃণাল কান্তি দাস এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাড. মোল্লা মোঃ আবু কাওছার,
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কৃষিবিদ মেজবাহ উদ্দিন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল, বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয়, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ, ঢাকা জেলা উত্তর দক্ষিণ সহ বিভিন্ন জেলা মহানগর থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামীলীগ প্রমূখ।