অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাইসস এর ভাইস চেয়ারম্যান অনিক আলী শাহিদী বলেন, “বাইসস তার প্রতিনিধিদের প্রশিক্ষিত করে নতুন বাংলাদেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইউনিয়ন পরিষদ ও তার সম্মানিত সদস্যবৃন্দ গ্রাম বাংলার উন্নয়নের চাবিকাঠি হিসেবে শতাব্দীরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করে আসছে। এই ধারা সুন্দরভাবে অব্যাহত থাকবে এটাই আমাদের একমাত্র চাওয়া।”
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ, পরিষদের জনসাধারণের প্রতি দায়িত্ব এবং ইউপি সদস্যদের বিষয়ে অসাধারণ বক্তব্য রাখেন বাইসস এর মহাসচিব এম সাইফুল ইসলাম মোয়াজ্জেম। জবাবদিহির কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি ইউপি সদস্যদের মাধ্যমে প্রতিটি গ্রামকে সুশিক্ষিত ও শক্তিশালী করাই বাইসসের মূল লক্ষ্য। আমরা আজ যে সময়ে দাঁড়িয়ে আছি, তা আগামীর সম্ভাবনার কথাই বলছে। সেই সম্ভাবনাকে আমরা সঠিকভাবে কাজে লাগাবো।”
সরকারি বরাদ্দ এবং সাধারণ মানুষের ভুল ধারণা সম্পর্কে জনাব মোয়াজ্জাম বলেন, আপনারা জানেন- একটা ইউনিয়ন পরিষদে কেমন বরাদ্দ থাকে। সাধারণ মানুষ যাতে বরাদ্দের সবটুকু সুবিধা পাই এবং মানুষের মাঝে ভুল ধারণা না থাকে, সেই লক্ষ্যে আমাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে।”
অনুষ্ঠানের সঞ্চালনা করেন, বাইসস এর তথ্যপ্রযুক্তি, প্রচার ও প্রকাশনা সচিব রাণা ইসলাম বাইসস।