আব্দুল হালিম নিশাণ◊◊
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাস স্ট্যান্ড এলাকায় উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত করা হয়েছে।
আজ (১৩ অক্টোবর) শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় কাঁচপুর বাস স্ট্যান্ড এলাকায় লাখ লাখ মানুষের উপস্থিতিতে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সরেজমিনে দেখা গেছে, আজ শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় কাঁচপুর বাস স্ট্যান্ড এলাকায় শান্তি সমাবেশের কথা থাকলেও, কিন্তু জেলার বিভিন্ন জায়গা থেকে জুম্মার নামাজের আগেভাগেই হাজার হাজার মানুষের সমাগম আসতে দেখা গেছে। তেমনি আওয়ামীলীগ ও আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নানা আয়োজনের মধ্যে দিয়ে। ঢোল-বাঁশি ও বিভিন্ন মিউজিসিয়াম সূরেলা যন্ত্রের মাধ্যমে দলীয় নেতাদের ব্যানার ফেস্টুনে ভরপুর স্টেইজের সম্মূখে শত শত মানুষ ছুটতে দেখা গিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি কেন্দ্রীয় বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি, জাহাঙ্গীর কবির নানক প্রেসিডিয়াম সদস্য আওয়ামীলীগ, মাহবুবউল আলম হানিফ এমপি যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামীলীগ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামীলীগ, মির্জা আজম এমপি সাংগঠনিক সম্পাদক আওয়ামীলীগ, এস এম কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক আওয়ামীলীগ, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান এমপি, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু প্রমূখ।
সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জাতির উদ্দেশ্য বলেন, নারায়ণগঞ্জের এ শান্তি সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। লাখ লাখ মানুষের ঢল দেখা যাচ্ছে। বিএনপি ও জামায়াত শিবিরের দলেরা আওয়ামীলীগের এতো উন্নয়ন এখন আর চোঁখে দেখে না। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালো কাজের মূল্য দিতে জানেনা। নারায়ণগঞ্জ তথা বাংলাদেশে এতো পরিমাণ উন্নয়ন হয়েছে, এতে বিএনপির মাথা নষ্ট গেছে।
তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামীলীগের সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আবার দেশের প্রধানমন্ত্রী হতে পারলে। এদেশ পাল্টে দিবে ইনশাআল্লাহ্।
ওবায়দুল কাদের বলেন, আপনারা সকলে ঐক্যবদ্ধ ভাবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজ করার আহবান জানান তিনি।
এসময় আরও কেন্দ্রীয় বাংলাদেশ আওয়ামীলীগের বিশেষ বক্তারা ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ, আওয়ামীলীগের অঙ্গসংগঠন নেতৃবৃন্দ বিশেষ মূল্যবান বক্তব্যে পেশ করেন।
Tags: প্রধানমন্ত্রী