নিজস্ব প্রতিবেদক♦♦
মিনিস্টার মাইওয়ান গ্রুপ’র সালমান এফ রহমান, চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ ও ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনু এদের দ্বারা গ্রাহক, কর্মচারী ও কর্মচারীদের নমিনির সাথে প্রতারণা এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সোমবার সকাল ১০ ঘটিকায়, জাতীয় প্রেসক্লাবের সামনে। নিরাপদ জীবন চাই আয়োজিত, মিনিস্টার মাইওয়ান গ্রুপ’র সালমান এফ রহমান, চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ ও ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনু এদের দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে গ্রাহক, কর্মচারী ও কর্মচারীদের নমিনিরকে প্রতারণা এবং মিথ্যে মামলা দিয়ে মোটা অংকের টাকা আদায় করার অভিযোগ করে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা: এস এম সরওয়ার।
তিনি আরো বলেন, মিনিস্টার মাইওয়ান গ্রুপের আমার ছোট ভাই শেখ আজহারুল আলম মোমিন কোম্পানীতে হবিগঞ্জে চাকরী নিয়েছিলেন। কিছু দিন চাকরী করে ঐদিক টাকার আয়ের জন্য বিদেশে যান, কোম্পানীর সাথে সকল পাওনাদী মিটিয়ে দেয়। কোম্পানী তাকে বিদেশ যাওয়ার জন্য চাকরী থেকে অব্যহতী দেন। কোম্পানীর নাকি নিয়ম আছে তাদের কর্মচারী নিতে হলে দুই জন গ্রান্টেড লাগে। দুই জন গ্রান্টেড এর কাছ থেকে দুটি ব্লাংক চেক নিয়ে থাকে। ছোট ভাইয়ের চাকরীর সুবাদে আমরা দুই ভাই দুটি ব্লাংক চেক প্রদান করি। আমরা ছোট ভাই চাকরী ছেড়ে দিলে আমাদের দেওয়া ব্লাংক চেক দুইটি ফেরৎ দেই দিচ্ছি বলে ঘুরাতে থাকে। মোমিনের বিদেশ যাওয়ার সময় হয়ে গেলে মোমিন বিদেশ চলে যায়। কোম্পানী মোমিনকে বলে তুমি চলে গেলে তোমরা ভাইদের কাছে চেক ফেরৎ দিয়ে দেব। তার সুবাদে আমরা কোম্পানীর কর্মকর্তাদের সাথে অনেক বার চেক ফেরৎ আনার চেষ্টা করি। চেয়ারম্যান, এমডি ও কর্মকর্তারা চেক ফেরৎ না দিয়ে মোটা অংকের টাকা বসিয়ে চেক ডিজেনার করে আমাদের কাছে টাকা পাবে বলে মিথ্যে মামলা করার প্রস্তুতি নিচ্ছে। মিনিস্টার মাইওয়ান গ্রুপের কর্মকর্তারা প্রতারণার মাধ্যমে ও মিথ্যে মামলা দিয়ে গ্রাহকদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে বলে অগনিত অভিযোগ ও পত্রপত্রিকায় নিউজ রয়েছে। ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা: এস এম সরওয়ার আরো অভিযোগ করেন মিনিষ্টার ও মাইওয়ান গ্রুপের হবিগঞ্জের শো রুম থেকে কিস্তিতে ২ বছরের চুক্তিতে তিনি কিছু পণ্য কিনেছিলেন। নিয়মীত কিস্তি দেওয়ার পর কোম্পানীর পক্ষ থেকে দেড় বছর পরে ৫ লক্ষ টাকা পাবে বলে দাবী করে একটি নোটিশ পাঠান। এ ভাবে নাকি তারা গ্রাহকদের সাথে প্রতারণা করে আসছে বলে দাবী করেন। মিনিষ্টার কোম্পানির চাকরি ছেড়ে যাওয়ার পর অগনিত লোক মিথ্যে মামলার সম্মুখীন হয়েছেন। ভুক্তভোগী পরিবারগুলো অন্তবর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করছেন এবং প্রতারক এই চক্রটিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি ও বিচারের মুখোমুখি করার দাবী জানিয়েছেন। তারা দাবি করেছেন, কোম্পানিটি শুধু চাকরির নামে প্রতারণাই করছে না, বরং প্রভাবশালী সালমান এফ রহমান আওয়ামী লীগের বড় বড় নেতাদের ব্যবহার করে আইনি প্রক্রিয়াকে নিজেদের স্বার্থে কাজে লাগিয়ে আসছিল। পরিস্থিতির সমাধান না হলে এই প্রতারণা ফাঁদে পড়ে আরও অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা: এস এম সরওয়ার, সভাপতি নিরাপদ জীবন চাই, সালাউদ্দিন সোহেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, নিরাপদ জীবন চাই , কবি হাবিবা মোরসালিন, মাওলানা মো: আলমগীর, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ, এস আই জনি, মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আজিজুল ইসলাম মিঠুসহ আরো অনেকে।
Tags: প্রতারণা