সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
গত ১৫ মার্চ নারায়ণগঞ্জ জেলা থেকে প্রকাশিত স্থানীয় পত্রিকা সময়ের নারায়ণগঞ্জ ,যুগের চিন্তা ,স্বাধীন বাংলাদেশ পত্রিকায় সিদ্ধিরগঞ্জে চাঁদা আদায়ের সময় র্যাবের হাতে ১নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আনোয়ারের একান্ত তিন চাঁদাবাজ গ্রেফতার- শিরোনামে প্রকাশিত সংবাদে আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকাশিত সংবাদে যে তিনজন চাঁদাবাজের কথা উল্লেখ করা হয়েছে তাদের কাউকে আমি চিনিনা ,তারা আমার কোনো লোক নয়। ১ নং ওয়ার্ডবাসী বিপুল ভোটে আমাকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করেছে। তাই কাউন্সিলর পদটি জনগণের আমানত। জনগণের আমানত আমি খেয়ানত করি না । কাউন্সিলর পদের অমর্যাদা হোক সে ধরনের কোনো কাজের সাথে আমি জড়িত নই। আমি একজন নতুন কাউন্সিলর হিসেবে সিটি কর্পোরেশন থেকে করোনার টিকা কর্মসূচিসহ নগরবাসীর সেবা করার জন্য যে সব দায়িত্ব আমার কাছে অর্পণ করা হয়েছে সে সব দায়িত্ব পালনে আমি রাতদিন নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছি । আমার এলাকার জনগন নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে আমি বিবেক বিবেচনা দিয়ে কাজ করে যাচ্ছি। আমি একজন ব্যবসায়ী । সৎ উপায়ে হালাল রুজি করে জীবিকা নির্বাহ করি। কোন ব্যবসায়ীর মেহনতের রুজি-রোজগার থেকে কোন প্রকার অর্থ আদায় করার সাথে আমার কোন লোকজন জড়িত নয় । আমি শুধু ১ নং ওয়ার্ডবাসীর খেদমত করে যেতে চাই। বিভিন্ন পত্রিকায় আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য তুলে ধরা হয়েছে । এ বিষয়ে থানার এজাহারে আসামিদের সাথে আমার কোন নাম দেয়া হয়নি । র্যাবের প্রেস রিলিজে আমার কোন নামের উল্লেখ নেই । প্রশাসন তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে । অপরাধ দমনে তারা আন্তরিকভাবে চেষ্টা করছে, আমি তাদেরকে স্বাগত জানাই। আমি ১ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর হওয়ায় কিছু কুচক্রী মহল আমার জনপ্রিয়তাকে নষ্ট করে আমাকে জনগণের কাছে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে মিথ্যা সংবাদ পরিবেশন করে জন মনে বিভ্রান্ত করছে। সাংবাদিকদের নিকট অসত্য কাল্পনিক এসব তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিক ভাইয়েরা জাতির বিবেক। বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ পরিবেশন করে তারা দেশ ও জাতির কল্যানে আমাদেরকে সহযোগিতা করবেন।
সকলের মঙ্গল কামনায়- ১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আনোয়ার ইসলাম।
Tags: প্রকাশিত