নিজস্ব প্রতিবেদক:
পা দিয়ে লিখে তামান্না জিপিএ ৫ অর্জন করাতে শিক্ষামন্ত্রী মুঠোফোনে অভিনন্দন জানিয়েছেন।
এবছরের-২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ যশোরের ঝিকরগাছার শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী তামান্না আক্তার নূরাকে মুঠোফোনে অভিনন্দন জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।
এবিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেন, হ্যালো তামান্না আমি শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলছি। তুমি কেমন আছো। তুমি এবছরের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছো, এজন্য আমরা আনন্দিত। অদম্য ইচ্ছাশক্তি থাকলে সব প্রতিকূলতাকে জয় করা সম্ভব। সেটি তুমি দেখিয়ে দিয়েছো। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ধারাবাহিকভাবে পিইসি, জেএসসি, এসএসসির মতো এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ প্রাপ্তি একটি অনন্য অর্জন। এ সফলতা দেশের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা জোগাবে। এবং তামান্না তুমি কোন বিষয়ে পড়াশোনা করবে, সেবিষয়ে কি সিদ্ধান্ত নিয়েছো। তুমি যেবিষয়েই পড়াশোনা করতে চাও। সেবিষয়ে আমরা তোমাকে সহযোগীতা করবো এবং যদি তুমি “বিসিএস” ক্যাডার হতে চাও। সেখানেও তোমাকে সহযোগীতা করা হবে। আর এবিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানাও তোমাকে সহযোগীতা করবে বলেছেন। এবং আমি যদি তোমার এলাকায় কখনো আসি, তাহলে তোমাকে দেখা দিয়ে যাবো কেমন। রাখি ভালো থেকো, আসসালামুয়ালাইকুম।
তামান্নার উচ্চশিক্ষা ও পরবর্তী স্বপ্ন পূরণে সমাজকল্যাণ মন্ত্রণালয়ও সবসময় পাশে থাকবে বলে আশ্বাস দেন শিক্ষামন্ত্রী।