মো.নাঈম হোসেন,দুমকি পটুয়াখালী:
পটুয়াখালীতে মহাসড়ক থেকে অবৈধ দুইটি টোল ঘর উচ্ছেদ করেছে জেলা পুলিশ। পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসানের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে পটুয়াখালী ও কলাপাড়া পৌর কর্তৃপক্ষের অবৈধ টোল আদায় বন্ধ করে দিয়েছে পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশের সূত্র ধরে গত ৬ সেপ্টেম্বর পটুয়াখালী সেতু ও কলাপাড়া শেখ কামাল সেতু সংলগ্ন দুইটি অবৈধ টোল বক্স থেকে টোল আদায় বন্ধ করে দেন এসপি।
এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান বলেন, ২০১৫ সালের ৩ ডিসেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব সরজ কুমার নাথ স্বাক্ষরিত একটি আদেশে বলা হয়- যেসব পৌরসভা মহাসড়কে বাস/ট্রাক টার্মিনালে বাইরে বক্স বসিয়ে টোল/ট্যাক্স আদায় করছে, তা সম্পূর্ণ অবৈধ। তাই টোল আদায় বন্ধ করা হয়েছে। অবৈধ এই টোল আদায় বন্ধে তৎকালীন সময়ে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আদেশ দেয়া হয়েছিল। কিন্তু অজ্ঞাত কারণে অবৈধ এই টোল আদায় বন্ধ হয়নি। যে কারণে খেসারত দিতে হতো পরিবহন সেক্টরকে। এদিকে অবৈধ টোল ঘর উচ্ছেদ করায় স্বস্তি ফিরেছে পরিবহন সেক্টরে। ট্রাক ড্রাইভার বাদশা মিয়া বলেন, প্রতিনিয়ত এসব অবৈধ টোল ঘরে আমাদের টাকা দিতে হতো। পুলিশ প্রশাসনের কারণে আমরা আমাদের উপর চলতে থাকা দীর্ঘ দিনের অবিচার থেকে মুক্তি পেলাম। পরিবহন শ্রমিক আব্দুল কাইয়ুম বলেন, দীর্ঘদিন কেউ খেয়াল না করলেও অবশেষে জেলা পুলিশের কারণে আমরা চাঁদাবাজির হাত থেকে মুক্তি পেয়েছি। অবৈধ টোল ঘর উচ্ছেদ করায় পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ। পটুয়াখালী ট্রাক সমিতি সূত্রে জানা গেছে- ২০১১-১২ অর্থবছরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বরাত দিয়ে পটুয়াখালী সেতুর দক্ষিণ পাশে বক্স বসিয়ে টোল/ট্যাক্স আদায় শুরু করে পটুয়াখালী পৌরসভা কর্তৃপক্ষ। একইভাবে কলাপাড়া উপজেলায় শেখ কামাল সেতু সংলগ্ন মহাসড়কের পাশে বক্স বসিয়ে টোল আদায় করা হতো দীর্ঘদিন।