পঞ্চগড় বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রাক্তন হেড মাষ্টার মরহুম আলহাজ্ব আলাউদ্দীন আহম্মদ স্যারের দ্বিতীয় পুত্র ওই স্কুলের সাবেক প্রবীণ শিক্ষক সফিউল্লাহ আহম্মদ মৃত্যুবরণের করেন।
গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে কিছুদিন চিকিৎসা অবস্থায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি .রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে রেখে গেছেন।
তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে রেখে গেছেন।
শনিবার (১ মার্চ) সকাল সাড়ে ১১ টায় নিজগ্রাম দক্ষিণ সাতখামার ফোর ক্যালিফ কমপ্লেক্স (৪ খলিফা কমপ্লেক্স) মাঠে নামাজের জানাজা শেষে কমপ্লেক্স এক পাশে পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হয়েছে।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ওই স্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম সারোয়ার কিবরিয়া (সেলিম), সাবেক শিক্ষক তমজিদার রহমান (খোকা), এ,এইচ,এম ফজলুল হক (হাসনাত) এবং সাবেক শিক্ষক ও সাবেক বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার তাছের উদ্দীন প্রমুখ।
এ সময় ওই স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও এলাকার মানুষ জনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা জানাজায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলহাজ্ব আলাউদ্দী আহম্মদ স্যারের প্রথম জীবনে শিক্ষকতা শুরু হয় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালযয়ের প্রতিষ্ঠাতা হেড মাষ্টার হিসেব কর্মজীবন শুরু হয়।
পরে পঞ্চগড় বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয় (বিপি) স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এবং সব শেষে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে কয়েক বছর পর অবসর গ্রহণ করেন।